
স্টাফ রিপোর্টারঃ
যশোর শহরের বেজপাড়া বনানী রোড সার্বজনীন পূজা মন্দির কমিটির উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের সেবায় দিনব্যাপী এক “ফ্রি মেডিকেল ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু মানুষের সেবা করা আমাদের নৈতিক দায়িত্ব। সাধারণ মানুষ যখন অর্থের অভাবে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, তখন পূজা মন্দির কমিটির এই ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিক তার মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতভাবে পাবে।”
তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা বা বিভেদ নয়, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করাই বিএনপির মূল লক্ষ্য।
বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দিনব্যাপী কয়েকশ রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।মন্দির প্রাঙ্গণে আগত রোগীদের মাঝে বিনামূল্যে প্রাথমিক ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।অনুষ্ঠানে মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, যশোরের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে। পূজা মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে সব ধর্মের মানুষ সেবা নিতে এসেছেন, যা সামাজিক মেলবন্ধনের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।
শেষে মন্দির কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং জনহিতকর এ ধরনের কাজ ভবিষ্যতে আরও বড় পরিসরে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।