শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে চুরির অভিযোগে গণপিটুনি: প্রাণ হারালেন এক যুবক জাবির তাজউদ্দীন হলে হল সংসদের উদ্যোগে ৫৪ ব্যাচের নবীনবরণ মানসিক যন্ত্রণার করুণ সমাপ্তি: যশোরে বিষপানে যুবকের মৃত্যু প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত চট্টগ্রামে স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের যুগপূর্তি উৎসব ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি, মোতায়েন হচ্ছে ২০৯ প্লাটুন সদস্য টাঙ্গাইল-৮ আসনে গাড়ি ভাঙচুর নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, থানায় জিডি ক্লাসরুম সংকটে জাবি’র ইংরেজি বিভাগ, প্রশাসনের নীরবতায় অবস্থান কর্মসূচি ​’কলম হাতে পরীক্ষার হলে যাওয়ার কথা ছিল রাব্বির, এখন লড়ছেন মৃত্যুর সাথে’

টাঙ্গাইল-৮ আসনে গাড়ি ভাঙচুর নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, থানায় জিডি

সাব্বির আহমেদ টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সাব্বির আহমেদ টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আওয়াল মাহমুদ তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন সখীপুর উপজেলা বিএনপির উপদেষ্টা নজরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার একই স্থানে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন উভয় পক্ষ।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সখীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়াল মাহমুদ অভিযোগ করেন, বুধবার রাত সাড়ে নয়টার দিকে নিজ গ্রাম বহেড়াতৈল ইউনিয়নের গোহাইলবাড়ী থেকে টাঙ্গাইল শহরের দিকে ফেরার পথে ডাবাইল বাজার এলাকায় পৌঁছালে নজরুল ইসলাম তাঁর লোকজনসহ লাঠিসোঁটা নিয়ে তাঁর গাড়িতে হামলা চালান। এ সময় গাড়ি ভাঙচুর করা হয় এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
অভিযোগ অস্বীকার করে সন্ধ্যা সাতটার দিকে একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলন করেন নজরুল ইসলাম। তিনি দাবি করেন, আওয়াল মাহমুদ তাঁর ভাতিজা এবং তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এটি সম্পূর্ণ সাজানো নাটক বলে উল্লেখ করে তিনি বলেন, তাঁকে হেয়প্রতিপন্ন করা এবং আসন্ন নির্বাচনকে বিতর্কিত করতেই এ ঘটনা সাজানো হয়েছে।
নজরুল ইসলাম আরও অভিযোগ করেন, বুধবার রাতে আওয়াল মাহমুদ টাঙ্গাইল শহর থেকে কিছু লোকজন নিয়ে তাঁর বাড়িতে হামলা চালান। পরে গ্রামবাসীর ধাওয়ায় ডাবাইল বাজার এলাকায় তাঁদের প্রাইভেট কারটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এরপর তাঁরাই গাড়িটি ভাঙচুর করে চলে যান বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, জমি সংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102