শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে চুরির অভিযোগে গণপিটুনি: প্রাণ হারালেন এক যুবক জাবির তাজউদ্দীন হলে হল সংসদের উদ্যোগে ৫৪ ব্যাচের নবীনবরণ মানসিক যন্ত্রণার করুণ সমাপ্তি: যশোরে বিষপানে যুবকের মৃত্যু প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত চট্টগ্রামে স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের যুগপূর্তি উৎসব ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি, মোতায়েন হচ্ছে ২০৯ প্লাটুন সদস্য টাঙ্গাইল-৮ আসনে গাড়ি ভাঙচুর নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, থানায় জিডি ক্লাসরুম সংকটে জাবি’র ইংরেজি বিভাগ, প্রশাসনের নীরবতায় অবস্থান কর্মসূচি ​’কলম হাতে পরীক্ষার হলে যাওয়ার কথা ছিল রাব্বির, এখন লড়ছেন মৃত্যুর সাথে’

​’কলম হাতে পরীক্ষার হলে যাওয়ার কথা ছিল রাব্বির, এখন লড়ছেন মৃত্যুর সাথে’

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ

পরীক্ষার হলে কলম চালানোর কথা ছিল তার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের অ্যাম্বুলেন্সে। যশোরে পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রাব্বি সোহরাব (২৬) নামের এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া ডালমিল তেঁতুলতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত রাব্বি মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের শেরআলী মদনপুর গ্রামের তারেক হোসেনের ছেলে। তিনি যশোর সরকারি এমএম কলেজের শিক্ষার্থী।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ কলেজে পরীক্ষায় অংশ নিতে আসছিলেন রাব্বি। পথিমধ্যে চাঁচড়া ডালমিল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানের ওপর ছিটকে পড়েন তিনি। এতে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, রাব্বির মাথায় আঘাত অত্যন্ত গুরুতর এবং তার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। যশোরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। বর্তমানে পরিবারের সদস্যরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।এ ঘটনায় রাব্বির পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102