
শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশের তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও পরকালীন জান্নাতুল ফেরদাউস কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। মালিবাড়ী ইউনিয়নের খিদির শরীফ আল ওয়াহেদী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং কয়েকশ’ তৃণমূল নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয় এবং এরপর বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তাঁর আপসহীন সংগ্রাম এবং দেশের শিক্ষা ও নারী উন্নয়নে তাঁর অভাবনীয় অবদানের কথা স্মরণ করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতীক এবং তাঁর মৃত্যু দেশের রাজনীতির ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি। আলোচনা শেষে দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের সম্মানিত ইমাম ও ওলামায়ে কেরামগণ। মোনাজাতে দেশনেত্রীর রুহের মাগফিরাত চাওয়ার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা এবং দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।