
গত ০৮/১১/২০২৫ সদর দক্ষিন থানাধীন আবদুল্লাহপুর গ্রামে দুই দুবৃত্তর হামলায় প্রবাসী আবু বক্কর গুরুতর আহত হন। অতঃপর প্রবাসী আবু বক্কর কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হইলে গত শুক্রবার সকালে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ভিকটিম মারা যাওয়ার পুর্বেই এই বিষয়ে ভিকটিম আবু বক্করের স্ত্রী সদর দক্ষিন থানায় একটি মামলা করেন। আতঃপর উক্ত মামলার এজাহার নামীয় মুল আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে তথ্য প্রযুক্তি ও সনাতন সোর্স এর সহোযোগিতায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এজাহার নামীয় মুল আসামী ০১। রাব্বি প্রঃ বাপ্পি (৩০), পিতা- হাবিব উল্লাহ, ০২। পারভেজ (২২), পিতা এনায়েত উল্লাহ, উভয় সাং- আব্দুল্লাহপুর পূর্বপাড়া, থানা সদর দক্ষিণ মডেল, জেলা- কুমিল্লাদ্বয়কে গ্রফতার করা হয়। উভয় আসামী ভিকটিম আবু বক্কর কে কিভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে তার বর্ননা দিয়ে আমলি আদালত -৬ স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেছেন।