শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী ভার্সিটিতে ডিবেটিং ক্লাবের নেতৃত্বে শাহরিয়ার মেরাজ ও সিরাতুন্নবী দুমকী উপজেলার চরবয়ড়ায় নির্মাণের ৮ মাসের মাথায় সড়কে ধস হতাশ এলাকাবাসী ব্যবসায়ীদের নাজুক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শক্তিশালী চেম্বার দরকার। আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী দুমকি উপজেলায় ২৫ লাখ টাকার সেতুতে উঠতে হয় বাঁশ-কাঠের মই বেয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে আমাদের আরও প্রযুক্তিনির্ভর হতে হবে” সিনিয়র সচিব পটুয়াখালী ভার্সিটিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট-২৫ এর উদ্বোধন ১২ নির্দেশনা মেনে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবে পর্যটকরা চৌদ্দগ্রামে আমানগন্ডা সীমান্তে ১৯ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর চট্টগ্রামে ওয়াসিম হত্যা: ছাত্রলীগ ক্যাডার নেজাম গ্রেফতার স্কাউটিংয়ের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব

সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান,বিভিন্ন রেকর্ড পত্র জব্দ 

মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বালুর মাঠ বেআইনিভাবে বরাদ্দ ও দখলের অভিযোগে সিডিএ ভবনে অভিযান চালিয়েছে দুদক। এ সময় সংশ্লিষ্ট নানা রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর উপসহকারী পরিচালক হামেদ রেজার নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে।

দুদক জানায়, অভিযানে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০০১ সালে মেসার্স মডার্ণ প্রপার্টিজ লিমিটেড ও ২০০৫ সালে মেসার্স হাসান আবাসন প্রাইভেট লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানকে যথাযথ নিয়ম অনুসরণ করে বালুর মাঠের ১০১ কাঠা জমি লিজ দিয়েছিল সিডিএ। লিজের শর্তানুসারে দখল বরাদ্দ প্রদানের পরবর্তী দুই বছরের মধ্যে বহুতল ভবন নির্মাণ করার কথা। কিন্তু অদ্যাবধি ২০ থেকে ২৫ বছর অতিক্রান্ত হওয়ার পরেও বহুতল ভবন নির্মাণের কার্যক্রম গৃহীত হয়নি। তবে ২০২০ সালে উক্ত জমি ব্যাংক মর্টগেজ দিয়ে ঋণ গ্রহণের জন্য সিডিএ’র কাছ থেকে অনাপত্তি পত্র (এনওসি) সংগ্রহ করা হয়। এরপর এস আলম ট্রেডিং এর নামে বালুর মাঠের ১০১ কাটা ও অন্যান্য জমি নগরীর জনতা ব্যাংক চৌমুহনী শাখার কাছে বন্ধক রেখে শত শত কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়।

দুদক জানায়, সিডিএ ভবনে অভিযানের পর দুদক টিম বালুর মাঠের উক্ত ১০১ কাঠা বিশিষ্ট জায়গাটি সরেজমিন পরিদর্শন করে। পরিদর্শনে দেখা যায়, সেখানে চৌধুরী সুপার শপ ও রয়েল অটো কার নামে দুটি ভাড়ায় পরিচালিত প্রতিষ্ঠান রয়েছে। তবে এ দুটি প্রতিষ্ঠান সংক্রান্তে সিডিএ’র নথিতে কোন তথ্য পাওয়া যায় নি। দুদক আরো জানায়, বহুতল আবাসনের উদ্দেশ্যে লিজকৃত ১০১ কাঠা জমিতে লিজের শর্ত ভঙ্গ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে আরো রেকর্ড পত্র চাওয়া হয়েছে। সংগৃহীত রেকর্ড পত্র পর্যালোচনা করে কমিশন বরাবর দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে। অভিযান শেষে দুদক কর্মকর্তা হামেদ রেজা সাংবাদিকদের বলেন, রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। আরো রেকর্ডপত্র সংগ্রহ করা হবে। এরপর সেগুলো পর্যালোচনা করা হবে। সিডিএ’র কোন কর্মকর্তার দায় রয়েছে কিনা তা নিরূপণ করা হবে

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১১:৪৫ পূর্বাহ্ণ
  • ১৫:৪৩ অপরাহ্ণ
  • ১৭:২৩ অপরাহ্ণ
  • ১৮:৩৮ অপরাহ্ণ
  • ৬:০৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102