শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দুমকি উপজেলায় সরকারি জনতা কলেজে ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন  নেত্রকোনায় জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন ৭১ এর দানবদের থেকে সাবধান! দেশ রক্ষায় ধানের শীষে ভোট দিন,আনিসুর রহমান আনিস পটুয়াখালী ভার্সিটিতে ডিবেটিং ক্লাবের নেতৃত্বে শাহরিয়ার মেরাজ ও সিরাতুন্নবী দুমকী উপজেলার চরবয়ড়ায় নির্মাণের ৮ মাসের মাথায় সড়কে ধস হতাশ এলাকাবাসী ব্যবসায়ীদের নাজুক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শক্তিশালী চেম্বার দরকার। আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী দুমকি উপজেলায় ২৫ লাখ টাকার সেতুতে উঠতে হয় বাঁশ-কাঠের মই বেয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে আমাদের আরও প্রযুক্তিনির্ভর হতে হবে” সিনিয়র সচিব পটুয়াখালী ভার্সিটিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট-২৫ এর উদ্বোধন ১২ নির্দেশনা মেনে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবে পর্যটকরা

পটুয়াখালী ভার্সিটিতে, নবনির্মিত বাস-শেড উদ্বোধনের আগেই ফাটল: কাজের মান নিয়ে প্রশ্ন

জাকির হোসেন হাওলাদার (পটুয়াখালী)
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

জাকির হোসেন হাওলাদার

দুমকি পবিপ্রবি প্রতিনিধি:

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে সদ্য নির্মিত বাস-শেডের সামনের একটি স্ল্যাব উদ্বোধনের আগেই ভেঙে পরেছে। স্ল্যাব ভেঙে গর্তের সৃষ্টি হওয়ায় নির্মাণের মান ও স্বচ্ছতা নিয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, টিনের ছাউনিযুক্ত এই বাস-শেড নির্মাণে প্রায় ১৪ লক্ষ টাকা বরাদ্দ ছিল। তবে উদ্বোধনের আগেই স্ল্যাব ভেঙে পড়ায় প্রকল্পের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে ছড়িয়ে থাকা দুর্বল কংক্রিট, খোয়া ও মরিচা ধরা রডের টুকরাগুলো নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, “নতুন স্থাপনার এমন পরিণতি উদ্বেগজনক। এটি ভবিষ্যতে অন্যান্য নির্মাণ প্রকল্পের মান নিয়েও সন্দেহ সৃষ্টি করছে।”
ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্ল্যাব পুনর্নির্মাণের কাজ শুরু করেছে। এ বিষয়ে ঠিকাদার আব্দুল হালিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “সাধারণত নির্মাণকাজ শেষ হওয়ার পর ২৭ দিন পর্যন্ত ব্যবহার না করার নির্দেশনা থাকে। কিন্তু ভারী মালামালবাহী ট্রাক চলাচলের কারণে স্ল্যাবের এক পাশে ক্ষতি হয়েছে।”
নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “শুরুর দিকে কিছু পুরাতন ইট ব্যবহার করা হয়েছিল। তবে অভিযোগ পাওয়ার পর তা বন্ধ করা হয়েছে।”এ বিষয়ে মনিটরিং কমিটির আহবায়ক অধ্যাপক ড. আহসানুর রেজা বলেন,”নিম্ন মানের ইট ব্যবহার করার কথা জানার সাথে সাথেই আমরা দ্রুত ব্যবস্থা নেই, আমরা কাজ বন্ধ করে দেই।”স্ল্যাব ভেঙে যাওয়ার প্রশ্নে তিনি বলেন,”খুব দ্রুত আমরা এটা ঠিক করার ব্যবস্থা করবো।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১১:৪৫ পূর্বাহ্ণ
  • ১৫:৪৩ অপরাহ্ণ
  • ১৭:২৩ অপরাহ্ণ
  • ১৮:৩৮ অপরাহ্ণ
  • ৬:০৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102