রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার চৌদ্দগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় মামলা – আটক ৫ জাতীয়তাবাদী গণজাগরণ দলের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে দুমকি উপজেলার জেলেরা নেত্রকোনা জেলার সংসদীয় ৫ টি আসনের- আসন্ন ভোট যুদ্ধের প্রস্তুতি পটুয়াখালী ভার্সিটিতে দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ’-এর ৭ম বার্ষিক কনফারেন্স সফলভাবে সম্পন্ন চট্টগ্রামে নিউমোনিয়া রোগের প্রকোপ বৃত্তি দুমকী উপজেলায় তালুকদার হাটে, একতা স্মৃতি সংসদের উদ্যোগে ফলজ বৃক্ষ বিতরণ জাতীয়তাবাদী গণজাগরণ দলের বানারীপাড়া কার্যালয়ে উদ্বোধন দুমকি উপজেলায় শ্রমিক লীগ নেতা পতত্যাগ করে রেহাই পাননি গ্রেফতার-১ জন জাতীয়তাবাদী গণজাগরণ দলের রাজশাহী বিভাগীয় টিম গঠিত

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে দুমকি উপজেলার জেলেরা

জাকির হোসেন হাওলাদার (পটুয়াখালী)
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন হাওলাদার ।
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে প্রস্তুত জেলার দুমকি উপজেলাধীন পায়রা, লোহালিয়া পানডপ নদীতে জেলেরা। এর আগে গত ৪ অক্টোবর থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় বেশ খুশি জেলেরা।ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে শনিবার (২৫ অক্টোবর) মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন করে অপেক্ষায় রয়েছেন পটুয়াখালী জেলার দুমকি উপজেলার উপকূলের কয়েক শতাধিক জেলে। বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা, বিশেষ করে মৎস্যজীবীদের মতামত অনুযায়ী এই সময়সীমা নির্ধারণ করা হয়।

প্রজনন মৌসুমের পূর্ণিমা ও অমাবস্যা উভয় সময়ই ডিম পাড়ার জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় দুটি পর্যায় অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ প্রজনন নিশ্চিত করা হয়।এদিকে জেলেরা বলেন, আমরা যারা নিষেধাজ্ঞা মেনে নদীতে যাইনি, তারা কেউ মহাজন থেকে, কেউ এনজিও থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে সংসার চালিয়েছি। জেলে ও মহাজনদের সঙ্গে কথা বলে আরাও জানা গেছে স্থানীয় খাল-বিলে মাছ ধরা শৌখিন জেলেরা সরকারি সহায়তা পাচ্ছেন। কিন্তু প্রকৃত জেলেরা রয়েছেন সুবিধাবঞ্চিত।

দুমকী উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, দুমকি উপজেলার নিবন্ধিত জেলের মধ্যে কিছু সংখ্যক ইলিশ আহরণকারী। নিষেধাজ্ঞার ২২ দিনে প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ ছিলো।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৫:৪৮ অপরাহ্ণ
  • ১৭:২৮ অপরাহ্ণ
  • ১৮:৪২ অপরাহ্ণ
  • ৬:০০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102