রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার চৌদ্দগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় মামলা – আটক ৫ জাতীয়তাবাদী গণজাগরণ দলের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে দুমকি উপজেলার জেলেরা নেত্রকোনা জেলার সংসদীয় ৫ টি আসনের- আসন্ন ভোট যুদ্ধের প্রস্তুতি পটুয়াখালী ভার্সিটিতে দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ’-এর ৭ম বার্ষিক কনফারেন্স সফলভাবে সম্পন্ন চট্টগ্রামে নিউমোনিয়া রোগের প্রকোপ বৃত্তি দুমকী উপজেলায় তালুকদার হাটে, একতা স্মৃতি সংসদের উদ্যোগে ফলজ বৃক্ষ বিতরণ জাতীয়তাবাদী গণজাগরণ দলের বানারীপাড়া কার্যালয়ে উদ্বোধন দুমকি উপজেলায় শ্রমিক লীগ নেতা পতত্যাগ করে রেহাই পাননি গ্রেফতার-১ জন জাতীয়তাবাদী গণজাগরণ দলের রাজশাহী বিভাগীয় টিম গঠিত

পটুয়াখালী ভার্সিটিতে দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ’-এর ৭ম বার্ষিক কনফারেন্স সফলভাবে সম্পন্ন

জাকির হোসেন হাওলাদার।
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

জাকির হোসেন হাওলাদার।
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) টিএসসি কনফারেন্স হলে ২৫ অক্টোবর তারিখে দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ-এর সপ্তম বার্ষিক কনফারেন্স দিনব্যাপী এক উৎসবমুখর ও জ্ঞানসন্ধানী পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। “Strengthening Coastal Resilience through Veterinary Interventions” বা ‘উপকূলীয় জীববৈচিত্র্য ও প্রাণিসম্পদের সুরক্ষায় ভেটেরিনারি সায়েন্সের কার্যকর ভূমিকা শক্তিশালীকরণ’ – এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে সম্মেলনে উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে ভেটেরিনারি সায়েন্সের অগ্রণী ভূমিকা নিয়ে নানা আলোচনা ও গবেষণা উপস্থাপিত হয়।

পবিপ্রবি’র উপাচার্য, প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের উপকূল কেবল একটি ভৌগোলিক সীমানা নয়, এটি আমাদের জাতীয় জীবনের একটি প্রাণস্পন্দন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে যখন কৃষি ও প্রাণিসম্পদ অস্তিত্বের সংকটে, তখন ভেটেরিনারি বিজ্ঞানীরাই হয়ে ওঠেন এই অঞ্চলের অনন্য আশ্রয়স্থল। প্রাণিস্বাস্থ্য রক্ষা,উৎপাদনশীলতা বৃদ্ধি, এবং খামারিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়েই আমরা গড়ে তুলতে পারি একটি টেকসই ও সমৃদ্ধ উপকূলীয় অর্থনীতি।”তিনি আরও বলেন, “এই সম্মেলন কেবল একটি আয়োজন নয়, বরং ভবিষ্যৎ যাত্রার সূচনা। প্রাণিসম্পদ খাত কেবল খাদ্য নিরাপত্তার বিষয় নয়, এটি আমাদের জাতীয় অর্থনীতির হৃদস্পন্দন। বর্তমান সময়ে এই খাতের সাথে যুক্ত প্রতিটি গবেষক ও পেশাজীবীকে একত্রিত হয়ে কাজ করতে হবে—জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, রোগ প্রতিরোধ, জলবায়ু সহিষ্ণু জাত উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি, খাদ্য সুরক্ষা এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি নতুন বৈজ্ঞানিক অধ্যায় রচনা করবে। আর এই মহতী উদ্দেশ্যেই দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ নিরন্তর কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম, বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং গ্রামীণ জনউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসাইন।কনফারেন্স আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন তার স্বাগত বক্তব্যে সকল অতিথি, অংশগ্রহণকারী ও সহযোগী সংস্থাকে ধন্যবাদ জানান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মাহবুব আলম মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যেখানে তিনি উপকূলীয় অঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়নের জন্য টেকসই উদ্ভাবন ও যুগোপযোগী ভেটেরিনারি প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন।দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, প্রাণিসম্পদ অধিদপ্তর, বেসরকারি সংস্থা ও শিল্পখাতের প্রায় ২০০ গবেষক, শিক্ষক ও পেশাজীবী এই সম্মেলনে অংশ নেন। এনিমেল হেলথ, প্রোডাকশন, ফুড সেফটি, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর), ভ্যাক্সিনেশনসহ প্রাণিসম্পদ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ওরাল ও পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য সুযোগ সৃষ্টি করে।
কনফারেন্সের সদস্য-সচিব ডা. ইব্রাহিম খলিল, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, এফডিআইএল, বরিশাল, ধন্যবাদ জ্ঞাপন করেন। সোসাইটির সভাপতি প্রফেসর ড. মো. আহসানুর রেজা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। পবিপ্রবি প্রশাসন ও বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি এই সম্মেলনের সার্বিক সাফল্যে আন্তরিক সহযোগিতা প্রদান করে।প্রানবন্ত আলোচনা, গবেষণামূলক উপস্থাপনা ও গঠনমূলক মতবিনিময়ের মধ্য দিয়ে কনফারেন্সটি উপকূলীয় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সমন্বিত প্রচেষ্টাকে আরও বেগবান করার অঙ্গীকারে পরিণত হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৫:৪৮ অপরাহ্ণ
  • ১৭:২৮ অপরাহ্ণ
  • ১৮:৪২ অপরাহ্ণ
  • ৬:০০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102