শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চসিকে দুদকের অভিযান ঘষামাজা করা নথি জব্দ দুমকি উপজেলায় ছাত্র দলের বহিষ্কৃত নেতারা রাজনীতিতে সগমর চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে অযোগ্য ও নিষ্ক্রিয় গ্রুপ বাদ দেওয়ার নির্দেশ দুমকী উপজেলায় সৃজনী বিদ্যানিকেতনে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ তিন বছরের ও অধিক সময় ধরে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫–২৬ ইবি আহ্বায়ক, পবিপ্রবি সহ-সভাপতি আগামী ২৭ মার্চ থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চার থানার ওসি পদে রদবদল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ আমজনগণ পার্টি ভোলাহাট উপজেলা শাখার মাসিক সভা ও নতুন অফিস উদ্বোধন চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও গণজমায়েত দুমকি উপজেলায় আলোচিত লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির  দুইজনকে ১৩ বছর ও ১জনকে ১০ বছর বিনাশ্রম কারাদণ্ড

দুমকি উপজেলায় বাহেরচর নলুয়া ঘাটে অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার ফেরি

জাকির হোসেন হাওলাদার (পটুয়াখালী)
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন হাওলাদার।
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, অযত্নে-অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অধীনে থাকা ফেরি বিভাগের কোটি টাকার সম্পদ। তদারকির অভাব ও চুরির কারণে ফেরি দুটি এখনও সম্পূর্ণ অচল অবস্থায় পড়ে আছে।সরেজমিনে দেখা গেছে, উপজেলার বাহেরচর এলাকায় পায়রা নদীর তীরে খোলা আকাশের নিচে পড়ে আছে দুটি ফেরি। রোদ-বৃষ্টি, পানির নিচে ডুবে থাকা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ফেরিগুলোর দেহে মরিচা ধরেছে। কোথাও ভাঙা দরজা-জানালা, কোথাও উধাও যন্ত্রাংশ। ভেতরে জমেছে ময়লা-আবর্জনা, চারপাশে আগাছায় ঢেকে গেছে এলাকা।
স্থানীয়রা জানান, ২০২১ সালের ২৪ অক্টোবর পায়রা সেতু চালু হওয়ার পর ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের প্রভাব খাটিয়ে ফেরি দুটি তার নিজ এলাকার বাহেরচর নদীতীরে স্থানান্তর করা হয়। তারপর থেকে এগুলো অব্যবহৃত-অকেজো অবস্থায় পড়ে রয়েছে।স্থানীয় বাসিন্দা আলী আকবর বলেন, দীর্ঘদিন ধরে ফেরি দুটি পড়ে আছে, কোনো রক্ষণাবেক্ষণ নেই। এতে কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। চাইলে কর্তৃপক্ষ এগুলো নিলামে বিক্রি বা অন্য জায়গায় ব্যবহার করতে পারত।আরেক বাসিন্দা মো. শহীদ বলেন, সরকারি সম্পদ এভাবে পড়ে থাকা দুঃখজনক। সংস্কার বা বিক্রির মাধ্যমে সরকারের রাজস্ব আয়ের সুযোগ রয়েছে।
পটুয়াখালী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার বলেন, ফেরি দুটি বাহেরচর এলাকায় পড়ে আছে-বিষয়টি আমাদের জানা আছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ফেরি বিভাগের কোটি টাকার এই সম্পদ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৫১ অপরাহ্ণ
  • ১৭:৩২ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ৫:৫৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102