রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে বাংপাই গ্রামে মাদকবিরোধী অভিযানের জেরে হামলা ও লুটপাট আহত ১ পটুয়াখালী ভার্সিটিতে পরিদর্শনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান: আধুনিক ব্যায়ামাগার ভবনের উদ্বোধন চাকসু নির্বাচন নিয়ে কিছু বিশ্লেষণ কলমাকান্দায় আবারও পদ্মগোখরো সাপের বাচ্চা ও ডিম উদ্ধার দুমকি উপজেলায়, কৃষকদল নেতার বিরুদ্ধে চর দখলের অভিযোগ ব্যারিস্টার কায়সার কামালের কলমাকান্দায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা জাতীয়তাবাদী গণজাগরণ দলের বরিশাল অঞ্চলের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী গণজাগরণ দলের ফরিদপুর জেলার আহবায়ক কমিটি গঠন চট্টগ্রাম ইপিজেডে ৮ কারখানা বন্ধ ঘোষণা কেন্দুয়ায় স্বাস্থ্যকেন্দ্রে প্রেমিকা সহ স্বাস্থ্য কর্মকর্তা আটক

ব্যারিস্টার কায়সার কামালের কলমাকান্দায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

পলাশ পাল নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

 

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি

গতকাল শুক্রবার ১৭অক্টোবর নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদক ও চোরাচালান বিরোধী এক পূর্ব নির্ধারিত অনুষ্ঠিত এক মানববন্ধনে -বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল , ” মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন ”
বিকেল ২টায় রংছাতি ইউনিয়নের পাচগাঁও সীমান্ত সড়কে সেচ্ছাসেবক দলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত
কর্মসূচিতে উপজেলা বিএনপি সহ স্থানীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, অভিভাবক ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশগ্রহণ করেন।
এ সময় ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখর ছিল সীমান্ত সড়কটি — “মাদকে না বলুন, সুস্থ সুন্দর সমাজ গড়ুন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “কলমাকান্দা একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় পাশের দেশ ভারত থেকে সহজেই মাদক প্রবেশ করছে। এই মাদকই আমাদের সমাজে চুরি, সন্ত্রাস, রাহাজানির মতো অপরাধ বাড়িয়ে দিয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল দল হিসেবে আজ মানববন্ধনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি— দ্রুত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেপ্তার করুন। তা না হলে আমরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”
তিনি আরও বলেন, “মাদকের কারণে পারিবারিক ও সামাজিক বন্ধন ভেঙে যাচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাড়ছে, পরিবারগুলো ভেঙে পড়ছে। এই অশুভ শক্তিকে রুখতে হলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। আজকের এই মানববন্ধন কেবল একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলনের শুভ সূচনা মাত্র। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স, এই কর্মসূচি কঠোর থেকে কঠোরভাবে অব্যাহত থাকবে।”
মানববন্ধনে বক্তারা বলেন, সীমান্ত অঞ্চলে মাদক চোরাচালানকারীদের দৌরাত্ম্য রোধে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা স্থানীয় পর্যায়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো ও সীমান্তপথে কঠোর নজরদারি স্থাপনের দাবি জানান।
ব্যারিস্টার কায়সার কামাল আরও জানান, “দলীয় কিছু অসৎ ব্যক্তি যারা অপকর্ম ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা ভবিষ্যতে এসব কর্মকান্ডে জড়িত বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে । আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই—দলীয় পরিচয়ধারী হলেও কেউ যদি মাদক বা চোরাচালানে জড়িত থাকে, তাকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।”
কর্মসূচিতে হাজারো মানুষ উপস্থিত হয়ে মাদক ও চোরাচালানবিরোধী জোরালো বার্তা দেন।
আয়োজকদের মতে, এই ধরনের সামাজিক আন্দোলনই পারে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং মাদকমুক্ত রংছাতি ইউনিয়ন, কলমাকান্দা ও দুর্গাপুর গড়ে তুলতে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪ পূর্বাহ্ণ
  • ১১:৪৮ পূর্বাহ্ণ
  • ১৫:৫৫ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫০ অপরাহ্ণ
  • ৫:৫৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102