মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম ওয়াসার প্রথম স্যুয়ারেজ প্রকল্প এখনো অসম্পূর্ণ চৌদ্দগ্রামে ৫ নং শুভপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ জাতীয় দৈনিক ভোরের আকাশ পত্রিকার বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলন চসিকের ফাইল থেকে ২৬ থেকে ২০ কোটি টাকা হাওয়া শুধুমাত্র ২ সরানোর কেরামতির ফল দুমকি উপজেলার লেবুখালীতে নবনির্বাচিত জেলা বিএনপির পথ সভা ফেনী জামায়াতের উঠান বৈঠকে বিএনপি হামলা আহত ২০ চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন স্বাভাবিক মিরপুরে গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নি দগ্ধ হয়ে নিহত ১৬ এর মধ্যে ৪ জন নেত্রকোণার চট্টগ্রামে নতুন জেলা প্রশাসকের যোগদান

চৌদ্দগ্রামে টানা ৪০দিন জামায়াতে নামাজ পড়ে উপহার পেল ৮৮ শিশু-কিশোর

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

 

কুমিল্লার চৌদ্দগ্রামে টানা ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে উপহার পেয়েছে ৮৮ শিশু ও কিশোর। শুক্রবার কুলাসার একতা সংঘের আয়োজনে ও প্রবাসী কল্যাণের সার্বিক সহযোগিতায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উপহার তুলে দেন প্রধান অতিথি বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লা। এরমধ্যে ৮ জনকে বাইসাইকেল ও ৮০জনকে ব্যাগ ও খাতা-কলম দেয়া হয়। আয়োজক কমিটির আহ্বায়ক মজিবুল ইসলাম বলেন, শিশু-কিশোরদের মসজিদমুখী করতে আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের ৮টি মসজিদে ১০ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে টানা ৪০দিন জামায়াতে নামাজ পড়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ২০০ জন শিশু-কিশোর নামাজ আদায় শুরু করে। চূড়ান্ত পর্বে ৮জন বিজয়ী হয়ে বাইসাইকেল পুরস্কার অর্জন করে। ১০ প্রতিযোগী ৪০ দিনে মাত্র ১ ওয়াক্ত নামাজে অনুপস্থিত ছিল, তাদের জন্য অন্য উপহারের ব্যবস্থা করেছি। এ ধরনের আরও ধর্মীয় প্রতিযোগিতা ভবিষ্যতে অব্যাহত রাখা হবে। শুক্রবার সকালে কুলাসার মাদ্রাসা মাঠে মাওলানা কাজী মহিউদ্দিনের সভাপতিত্বে ও আলাউদ্দিন মিশাদের সঞ্চালনায় প্রধান অতিথি ডা. লকিয়ত উল্লা ছাড়াও বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া টিপু, সাবেক প্রফেসর মোস্তফা কামাল, আলকরা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক এএফএম রাসেল পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা জাহিদুল হক ভূঁইয়া, শিবির পশ্চিম শাখা সভাপতি আবুল জাফর রাফি, পূর্ব শাখার সভাপতি মোঃ বায়েজীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার খাজা মাইনুদ্দিন সবুজ, ধোপাখিলা উচ্চ বিদ্যালয় এর সাবেক সহকারি প্রধান শিক্ষক জাফর আহমেদ ভূঁইয়া, আব্দুল হক, আবু সায়েমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা জানান, গ্রামের শিশুরা যাতে মসজিদমুখী হয়, নামাজের গুরুত্ব বোঝে এবং আল্লাহর হুকুম-আহকামসহ সমাজের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে সেজন্য এ আয়োজন। প্রতিযোগিতায় শর্ত ছিল স্থানীয় শিশু-কিশোরদের ওই মসজিদে জামায়াতের সঙ্গে টানা ৪০ দিন ধারাবাহিকভাবে নামাজ আদায় করতে হবে। প্রতি ওয়াক্তে ইমাম তাদের হাজিরা গণনা করবেন। কুলাসার পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসেন বলেন, এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে মসজিদে ভরপুর মুসল্লির উপস্থিতি ছিল। প্রতিযোগীদের সঙ্গে তাদের অভিভাবকরাও নামাজ পড়তে আসতেন। বিজয়ী শিশুর মতো সমাজের আরও শিশুদেরকে প্রকৃত নামাজী ও চরিত্র গঠনের জন্য ভবিষ্যতে আরও উদ্যোগ নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৫১ অপরাহ্ণ
  • ১৭:৩২ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ৫:৫৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102