কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভার ১ নং ওয়ার্ডের সোনা কাঠিয়া গ্রামে গতকাল রাত রাত আনুমানিক দুইটা, এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দা প্রবাসী শামসুল আলম সাহেবের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর জন্য এলাকাবাসী চেষ্টা চালালেও ঘরবাড়ি ও ভেতরে থাকা আসবাবপত্র রক্ষা করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে পরিবারের সর্বস্ব পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত নগর টাকা স্বর্ণালংকার সহ প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি পরিবার এখন চরম দুর্দশায় দিন কাটাচ্ছে।
আগুন লাগার কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।