চৌদ্দগ্রামে কর্মরত পেশাদার সাংবাদিকদের প্রিয় সংগঠন চৌদ্দগ্রাম প্রেস ক্লাব এর কার্যনির্বাহী কমিটির এক সভা শনিবার বিকালে প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন’র পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সহ-সভাপতি মুহাঃ জহিরুল হাসান, প্রচার সম্পাদক এম এ আলম, দপ্তর সম্পাদক মোঃ শাহিন আলম, কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, এফএম রাসেল পাটোয়ারী ও মোঃ শফিউল আলম।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু করা হয়। এরপর উপস্থিত সদস্যরা নির্ধারিত আলোচ্য সূচির উপর আলোকপাত করে বিভিন্ন মতামত ব্যক্ত করেন।
সভা শেষে দৈনিক ঐশী বাংলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্প্রতি জাতীয় পর্যায়ে সমাজ সেবা, মানবাধিকার ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের কার্যকরি সদস্য এ এফএম রাসেল পাটোয়ারী “গুণিজন সম্মাননা” ক্রেস্ট গ্রহন করায় প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।