দিপক চন্দ্র দেব হোমনা, কুমিল্লা
কুমিল্লার হোমনায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ একটি পিকআপভ্যান আটক করেছে পুলিশ। এসময় এক যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সোমবার (২৫ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানা পুলিশের একটি দল মাথাভাঙ্গা ইউনিয়নের কাঠপট্টি এলাকায় চেকপোস্ট বসায়। সকাল ৯টার দিকে ছিনাইয়া থেকে মেঘনা অভিমুখী একটি হলুদ রঙের টাটা কোম্পানির পিকআপভ্যানকে থামানোর সংকেত দিলে গাড়িটি থামে। এসময় এক ব্যক্তি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
আটককৃতের নাম মো. সুজন (২০)। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ছাতিয়ানী গ্রামের মৃত বারেকের ছেলে।
পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে পিকআপটি তল্লাশি করে মাছ বহনের ড্রামের ভেতর খাকি স্কচটেপে মোড়ানো আটটি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২.৫ কেজি করে মোট ২০ কেজি গাঁজা পাওয়া যায়।
এছাড়া ঢাকা মেট্রো-ন-১২-৭৮২৭ নম্বরের পিকআপভ্যানটিও জব্দ করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।