দিপক চন্দ্র দেব।
হোমনা (কুমিল্লা)
কুমিল্লার হোমনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বিজয় র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় হোমনা ওভার ব্রিজ সংলগ্ন বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় র্যালিটি পাবলিক লাইব্রেরীর সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দীন।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভি.পি. অহিদুজ্জামান মোল্লার সভাপতিত্বে,
বিশেষ অতিথি ছিলেন হোমনা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ সরকার, হোমনা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম হিমেল।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হোমনা উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হোমনা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শত শত নেতাকর্মী অংশ নেন।