দিপক চন্দ্র দেব। হোমনা (কুমিল্লা)
কুমিল্লার হোমনায় শ্রী শ্রী দেবী মনসার মাতার দশহরা দশমী উদযাপন।
মঙ্গলবার, ১৯ আগষ্ট ২৫ ইং
হোমনা বাজারের এই দশহরা দশমী যুগের পর যুগ ধরে চলে আসছে। প্রায় ১২১ বছর ধরে চলা এই দশহরা দশমীতে হাজার হাজার দর্শনাথি ও ঢাকের বাদ্যযন্ত্রে মুখরিত হয়ে উঠে এই দশহরা দশমী। দিবাগত রাত ১২টা থেকে ভোর ৬ টা পযন্ত চলে এই দশহরা দশমী। দূরদূরান্ত আসতে থাকে একের পর এক প্রতিমা। ছোট বড় মিলিয়ে ২৫টি প্রতিমা দিয়ে সাজানো হয় দশহরা দশমী। এই দশহরা দশমীর প্রথম পুরস্কার ছিল সিঙ্গার কোম্পানির ফ্রিজ, ৩২” এলইডি টিভি, ২৪” এলইডি টিভি সহ আরো নানা রকম পুরস্কার।
এই দশহরা দশমী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্ষেমালিকা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার, হোমনা, কুমিল্লা।
সভাপতিত্ব করেন লায়ন চন্দন লাল রায়, সভাপতি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, হোমনা উপজেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক; রতন কুমার পোদ্দার বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, হোমনা উপজেলা শাখা। সহ-সভাপতি বিষ্ণলাল পোদ্দার,হোমনা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রাজীব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক; মন্টু কুমার সাহা,
এছাড়াও হোমনা মডেল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক দিপক চন্দ্র দেবসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রাতব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তিমূলক কর্মসূচির মধ্য দিয়ে শ্রী শ্রী মনসা দেবীর দশহরা দশমী উদযাপন সম্পন্ন হয়।