শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে চুরির অভিযোগে গণপিটুনি: প্রাণ হারালেন এক যুবক জাবির তাজউদ্দীন হলে হল সংসদের উদ্যোগে ৫৪ ব্যাচের নবীনবরণ মানসিক যন্ত্রণার করুণ সমাপ্তি: যশোরে বিষপানে যুবকের মৃত্যু প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত চট্টগ্রামে স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের যুগপূর্তি উৎসব ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি, মোতায়েন হচ্ছে ২০৯ প্লাটুন সদস্য টাঙ্গাইল-৮ আসনে গাড়ি ভাঙচুর নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, থানায় জিডি ক্লাসরুম সংকটে জাবি’র ইংরেজি বিভাগ, প্রশাসনের নীরবতায় অবস্থান কর্মসূচি ​’কলম হাতে পরীক্ষার হলে যাওয়ার কথা ছিল রাব্বির, এখন লড়ছেন মৃত্যুর সাথে’

যশোরে চুরির অভিযোগে গণপিটুনি: প্রাণ হারালেন এক যুবক

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টারঃ

যশোরের সদর উপজেলার রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা শ্রীকান্তনগর বাজারে চুরির অভিযোগে গণপিটুনিতে শামিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শামিম বলাডাঙ্গা এলাকার ছবদুলের ছেলে। তিনি এলাকায় মাদকাসক্ত ও ভবঘুরে হিসেবে পরিচিত ছিলেন। শুক্রবার রাতে শ্রীকান্তনগর বাজারের মো. আরাফাত হোসেনের মালিকানাধীন একটি ‘বিকাশ’ এজেন্টের দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন শামিম।

দোকান মালিক আরাফাত জানান, রাতে তিনি ব্যক্তিগত প্রয়োজনে ঘুম থেকে উঠে সিসি ক্যামেরার মনিটরে দোকানে অপরিচিত একজনের উপস্থিতি দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে শামিমকে হাতেনাতে ধরে ফেলেন। বিক্ষুব্ধ জনতা তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর জখম হন।মারধরের একপর্যায়ে শামিম নিস্তেজ হয়ে পড়লে দোকান মালিক ও স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, মাদকের টাকা সংগ্রহের উদ্দেশ্যেই ওই ব্যক্তি চুরির চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার এই ঘটনায় কোনো মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102