
স্টাফ রিপোর্টারঃ
যশোরের সদর উপজেলার রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা শ্রীকান্তনগর বাজারে চুরির অভিযোগে গণপিটুনিতে শামিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শামিম বলাডাঙ্গা এলাকার ছবদুলের ছেলে। তিনি এলাকায় মাদকাসক্ত ও ভবঘুরে হিসেবে পরিচিত ছিলেন। শুক্রবার রাতে শ্রীকান্তনগর বাজারের মো. আরাফাত হোসেনের মালিকানাধীন একটি ‘বিকাশ’ এজেন্টের দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন শামিম।
দোকান মালিক আরাফাত জানান, রাতে তিনি ব্যক্তিগত প্রয়োজনে ঘুম থেকে উঠে সিসি ক্যামেরার মনিটরে দোকানে অপরিচিত একজনের উপস্থিতি দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে শামিমকে হাতেনাতে ধরে ফেলেন। বিক্ষুব্ধ জনতা তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর জখম হন।মারধরের একপর্যায়ে শামিম নিস্তেজ হয়ে পড়লে দোকান মালিক ও স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, মাদকের টাকা সংগ্রহের উদ্দেশ্যেই ওই ব্যক্তি চুরির চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার এই ঘটনায় কোনো মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।