
মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘদিনের মানসিক অসুস্থতা সইতে না পেরে বিষপানে নিজের জীবন প্রদীপ নিভিয়ে দিলেন উজ্জ্বল হোসেন (৩৩) নামে এক যুবক। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষপান করার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।নিহত উজ্জ্বল হোসেন যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আগ্রাইল গ্রামের মৃত চাঁদ আলী বিশ্বাসের সন্তান।
পারিবারিক সূত্র জানায়, উজ্জ্বল গত প্রায় এক বছর ধরে গুরুতর মানসিক জটিলতায় ভুগছিলেন। তার চিকিৎসা চললেও অবস্থার তেমন উন্নতি হচ্ছিল না। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পরিবারের অগোচরে তিনি ঘরে থাকা বিষ পান করেন। বিষয়টি টের পাওয়ার সাথে সাথেই স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তবে মধ্যরাতে সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।নিহতের মেজো ভাই গণমাধ্যমকে জানান, উজ্জ্বল তার মানসিক অসুস্থতা নিয়ে খুবই যন্ত্রণার মধ্যে ছিলেন। দীর্ঘদিনের এই অসুস্থতাই তাকে আত্মঘাতী হওয়ার মতো চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে বলে ধারণা করছে পরিবার।যশোর কোতয়ালী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পুলিশ জানায়, হাসপাতালের মাধ্যমে খবর পাওয়ার পর তারা প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং প্রক্রিয়া শেষ হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।