শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে চুরির অভিযোগে গণপিটুনি: প্রাণ হারালেন এক যুবক জাবির তাজউদ্দীন হলে হল সংসদের উদ্যোগে ৫৪ ব্যাচের নবীনবরণ মানসিক যন্ত্রণার করুণ সমাপ্তি: যশোরে বিষপানে যুবকের মৃত্যু প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত চট্টগ্রামে স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের যুগপূর্তি উৎসব ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি, মোতায়েন হচ্ছে ২০৯ প্লাটুন সদস্য টাঙ্গাইল-৮ আসনে গাড়ি ভাঙচুর নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, থানায় জিডি ক্লাসরুম সংকটে জাবি’র ইংরেজি বিভাগ, প্রশাসনের নীরবতায় অবস্থান কর্মসূচি ​’কলম হাতে পরীক্ষার হলে যাওয়ার কথা ছিল রাব্বির, এখন লড়ছেন মৃত্যুর সাথে’

জাবির তাজউদ্দীন হলে হল সংসদের উদ্যোগে ৫৪ ব্যাচের নবীনবরণ

আলামিন খান জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

জাবি প্রতিনিধি

শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে হলের ৫৪ ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্রীড়া প্রতিযোগিতায়‌ শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ উপলক্ষ্যে হল প্রাঙ্গণে উন্নত মানের ভোজের (ফিস্ট) আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), প্রক্টর, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, জাকসু নেতৃবৃন্দ ও বিভিন্ন হল সংসদের প্রতিনিধিগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের সভাপতি ও প্রাধ্যক্ষ অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহী।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের সম্মিলিত ফটো ফ্রেমিং উপহার প্রদানসহ বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

নবীন ৫৪ ব্যাচের এক শিক্ষার্থী বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে আমরা আনন্দিত এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের শিক্ষার্থী হিসেবে গর্বিত। এখানকার উন্নত পরিপাটি পরিবেশ, হল সংসদের তদারকি, সিনিয়র ভাইদের স্নেহ ও প্রাধ্যক্ষের আন্তরিকা আমাদেরকে বিমোহিত করেছে। আজকের নবীনবরণ আমাদেরকে অত্যন্ত প্রফুল্লিত করেছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।”

অনুষ্ঠানে হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মোহা. সিফাতুল্লাহ বলেন, “৫৪ ব্যাচের নবীন শিক্ষার্থীরা এই হলের নতুন শক্তি। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা অর্জনের মধ্য দিয়েই একজন শিক্ষার্থীর পূর্ণতা আসে। শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ সবসময় শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “হল সংসদ নবীনদের যেকোনো যৌক্তিক সমস্যা ও উদ্যোগে পাশে থাকবে এবং একটি নিরাপদ, সহনশীল ও বন্ধুত্বপূর্ণ আবাসিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে।”

হল সংসদের সভাপতি ও প্রাধ্যক্ষ ড. খন্দকার লুৎফুল এলাহী বলেন, “হল সংসদ, হলের সকল শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, আমন্ত্রিত অতিথিবৃন্দ, জাকসুর নেতৃবৃন্দ, বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ ও হলের নবীন শিক্ষার্থী সকলের প্রতি কৃতজ্ঞতা। সততা ও শৃঙ্খলার মধ্য দিয়ে শুধু শিক্ষিত মানুষ নয়, প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠার জন্য সকলের প্রতি আহ্বান। সেই সাথে হলের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে পারস্পরিক সুসম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টির পথ সুগম হবে আশা করি।”

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, হল ও জাকসুতে নির্বাচিত প্রতিনিধিদের ক্রেস্ট প্রদান ও ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো আয়োজন জুড়ে ছিল আনন্দঘন পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশনা ও নবীনদের উচ্ছ্বাস, যা অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলবে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102