
মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ
যশোরের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে এক ব্যতিক্রমী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের ওরিয়েন্ট হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নেন যশোর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।সভায় প্রধান বক্তার বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “একটি সুস্থ জাতি গঠনে বেসরকারি স্বাস্থ্য খাতের অবদান অস্বীকার করার উপায় নেই। এই খাতের উদ্যোক্তারা যাতে হয়রানি মুক্ত পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং সাধারণ মানুষ যাতে আধুনিক চিকিৎসা পায়, তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি ভবিষ্যতে এই খাতের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের প্রতিশ্রুতি দেন।স্বাস্থ্য খাতে বিনিয়োগকারীদের সুরক্ষা এবং প্রশাসনিক জটিলতা কমানোর দাবি।সরকারি ও বেসরকারি খাতের দূরত্ব কমিয়ে সেবার মান বৃদ্ধি।চিকিৎসকদের নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি।
অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাছিম রেজা-র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। সংগঠনের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান-এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন:শান্তুনু ইসলাম সুমিত, প্রকাশক, দৈনিক লোকসমাজ।বিশিষ্ট চিকিৎসক ডা. মেজবাহ উর রহমান, ডা. কামরুজ্জামান বেনু এবং ডা. আবুল কালাম আজাদ লিটু।অনুষ্ঠানের এক পর্যায়ে অনিন্দ্য ইসলাম অমিতকে সংগঠনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্বাস্থ্য খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা মনে করেন, এই ধরনের সংলাপের মাধ্যমে যশোরের চিকিৎসা ব্যবস্থায় দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আসবে।