শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে চুরির অভিযোগে গণপিটুনি: প্রাণ হারালেন এক যুবক জাবির তাজউদ্দীন হলে হল সংসদের উদ্যোগে ৫৪ ব্যাচের নবীনবরণ মানসিক যন্ত্রণার করুণ সমাপ্তি: যশোরে বিষপানে যুবকের মৃত্যু প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত চট্টগ্রামে স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের যুগপূর্তি উৎসব ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি, মোতায়েন হচ্ছে ২০৯ প্লাটুন সদস্য টাঙ্গাইল-৮ আসনে গাড়ি ভাঙচুর নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, থানায় জিডি ক্লাসরুম সংকটে জাবি’র ইংরেজি বিভাগ, প্রশাসনের নীরবতায় অবস্থান কর্মসূচি ​’কলম হাতে পরীক্ষার হলে যাওয়ার কথা ছিল রাব্বির, এখন লড়ছেন মৃত্যুর সাথে’

ত্রয়োদশ সংসদ নির্বাচন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি, মোতায়েন হচ্ছে ২০৯ প্লাটুন সদস্য

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে যশোরসহ দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনী দায়িত্ব পালনে এই রিজিয়নে সর্বমোট ২০৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।ব্রিফিংয়ে জানানো হয়, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) দায়িত্বপূর্ণ তিনটি জেলা— যশোর, নড়াইল ও গোপালগঞ্জের ১১টি সংসদীয় আসনে মোট ২৯ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ মোতায়েন প্রক্রিয়া সম্পন্ন হবে। বিজিবি নির্বাচনী এলাকায় মোট ১১টি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করবে এবং সদস্যরা ‘মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে কাজ করবেন।

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে বিজিবি চেকপোস্ট পরিচালনা করবে। এছাড়া ভোটকেন্দ্রের আশেপাশে নিয়মিত টহল জোরদার করা হবে। যশোর রিজিয়নের অবশিষ্ট ৬টি ব্যাটালিয়ন আরও ১৫টি জেলার ৫১টি সংসদীয় আসনে ১৮০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করবে।সংবাদ সম্মেলনে গত এক বছরে (২০২৫ সাল) বিজিবির সাফল্য ও অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, গত এক বছরে যশোর রিজিয়ন কুষ্টিয়া থেকে সাতক্ষীরা পর্যন্ত ৬০০ কিলোমিটার সীমান্তে অভিযান চালিয়ে মোট ৩৭৭ কোটি ৪৬ লাখ টাকার মালামাল আটক করেছে। এর মধ্যে ৫৮ কেজি স্বর্ণসহ বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য রয়েছে।বিশেষ করে যশোর ৪৯ ব্যাটালিয়ন এককভাবে গত এক বছরে ৮২ কোটি ৪৫ লাখ টাকার চোরাচালান পণ্য এবং ৩ কোটি ২৭ লাখ টাকার মাদকসহ ১৬৫ জন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে।লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সজাগ। বিশেষ করে মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করব।”প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102