বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী ভার্সিটিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত  নারী শিক্ষার প্রতি সকলকে গুরুত্ব দিতে হবে- ইউএনও মোঃ জামাল হোসেন দুমকি উপজেলার সাতানীতে জমির বিরোধে বৃদ্ধকে মারধরের অভিযোগ ভোলাহাটে সোনালী ব্যাংকের নতুন কার্যালয়ের উদ্বোধন শেখ হাসিনার ফাঁসির রায়ে পটুয়াখালী ভার্সিটিতে আনন্দ মিছিল ও মিস্টি বিতরন চৌদ্দগ্রামে গার্ড ওয়ালে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ক্ষুব্ধ এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ নেত্রকোণা জেলা পুলিশের গ্রেন্ড মাস্টার প্যারেড, বিশেষ কল্যাণ সভা, রিজার্ভ অফিস ও ডিএসবি বার্ষিক পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি চৌদ্দগ্রামের চাঞ্চল্যকর আবু বক্কর হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার দুমকির মুরাদিয়ায়  মৎস্য বিভাগের ‘মাঠ দিবস’ পালিত চৌদ্দগ্রামে অসহায় ভ্যানচালক আবদুল মমিনকে নতুন টিনসেড ঘর উপহার দিয়েছে স্বপ্নপূরণ ফাউন্ডেশন

দুমকি উপজেলায় মুরাদিয়া ইউনিয়নে খাসজমির দোকান দখলের অভিযোগ

জাকির হোসেন হাওলাদার পটুয়াখালী
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন হাওলাদার।
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজার সড়কে দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে খাসজমির ভিটি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কাওসার মিরার বিরুদ্ধে। দখল করা দোকানঘরে এখন নতুন করে পোল্ট্রি ব্যবসা চলছে। এতে জীবিকা হারিয়ে পথে বসার অবস্থা হয়েছে পিতৃহারা যুবক ব্যবসায়ী মহিউদ্দিন হাওলাদারের। বিষয়টি নিয়ে তিনি সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, মহিউদ্দিন ও তাঁর বাবা খালেক হাওলাদার দীর্ঘদিন ধরে মুরাদিয়া বোর্ড অফিস বাজার সড়কে রেকর্ডিও ও খাসজমির ওপর দোকানঘর নির্মাণ করে ব্যবসা করতেন। বাবার মৃত্যুর পর একমাত্র উত্তরাধিকারী হিসেবে তিনিই সেখানে নিয়মিত ব্যবসা চালিয়ে আসছিলেন।অভিযোগ অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ওই ভিটির প্রতি নজর পড়ে কাওসার মিরার। ১৪ সেপ্টেম্বর রাতে লোকজন নিয়ে দোকান ভাঙচুর ও লুটপাট করে তাঁকে উচ্ছেদ করেন। রাতারাতি সেখানে নতুন দোকানঘর তুলে পোল্ট্রি ব্যবসা শুরু করা হয়। প্রতিকার চেয়ে বাজার কমিটি ও স্থানীয় বিএনপি নেতাদের কাছে গেলেও কোনো ফল মেলেনি বলে দাবি মহিউদ্দিনের।মহিউদ্দিন একজন থ্যালাসমিয়া আক্তান্ত রুগী। প্রতিমাসে তার শরীরে রক্ত নিতে হয়। তার একটা পা গ্রীল ব্যান্ডেজ থাকায় অক্ষম হওয়ার উপক্রম হয়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে জীবিকা হারিয়ে চরম কষ্টে আছেন তিনি। বাধ্য হয়ে সোমবার (১৭ নভেম্বর) লিখিত আবেদনে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে অভিযোগ দাখিল করেছেন।মহিউদ্দিন অভিযোগে উল্লেখ করেন, গত ১৪ সেপ্টেম্বর জোর করে দোকানঘরের সামনে মাটি ফেলা ও নানা বাধা সৃষ্টি করে তাঁর ব্যবসা বন্ধ করে দেওয়া হয়। উপজেলা প্রশাসনকে জানালেও এতে কোনো বাধা সৃষ্টি হয়নি বলে অভিযোগ করেন তিনি।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো: তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, প্রায় প্রতিবন্ধি ছেলে মহিউদ্দিনকে ওই ভিটির কিছু অংশে ছোট একটা দোকান করে দেয়ার জন্য কাওসার মিরাকে বলে ছিলাম। কিন্ত সে (কাওসার) অনুরোধ রাখেনি।অভিযুক্ত বিএনপি নেতা কাওসার মিরা দখলের অভিযোগ অস্বীকার করে নিজের ভিটিতে ব্যবসা করছেন বলে দাবি করেছেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা আবুজর মো: এজাজুল হক অভিযোগের প্রাপ্তি স্বীকার করে বলেন, ইতিমধ্যে সার্ভেয়ারকে ঘটনাস্থল পরিদর্শণের নির্দেশ দিয়েছেন। ঘটনার সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইগত পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102