
মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো
দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে গতকাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন শুরু করেছেন সহকারী শিক্ষকরা। ফলে চট্টগ্রামসহ সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ ছিল।
নগরী ও উপজেলার কোন কোন বিদ্যালয়ে শিক্ষার্থীরা এসে ফিরে গেছে। আবার কোন বিদ্যালয়ে শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে বসে ছিল। বার্ষিক পরীক্ষার আগে পাঠদান বন্ধ থাকায় দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। অন্যদিকে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম নগরী ও উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২ হাজার ২২০টির মত। এরমধ্যে নগরীতে বিদ্যালয়ের সংখ্যা ২১৭টি। নগরী ও উপজেলার বিভিন্ন সরকারি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চলেনি। কোন কোন বিদ্যালয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে শ্রেণিকক্ষে বসে ছিল। আবার কোন কোন বিদ্যালয়ে শিক্ষার্থীরা এসে পাঠদান না হওয়ায় বিদ্যালয় ত্যাগ করে। শিক্ষকদের কর্মবিরতির কথা জানতেন না অনেক শিক্ষার্থী ও অভিভাবক। বার্ষিক পরীক্ষা সামনে রেখে এমন সময় ক্লাস না হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা।
শিক্ষকরা বলেন, অনেক সেক্টরে ১৬তম গ্রেড থেকে হঠাৎ করে দশম গ্রেডে এসেছে। এটা অনেক সেক্টরে হয়েছে। এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে আজকে আমরা এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমাদের যেসব শিক্ষকদের আটক করা হয়েছে, তাদের ছেড়ে না দিলে আমাদের আন্দোলন আরো কঠোর হবে।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ চট্টগ্রামের সভাপতি মো. আব্দুর রহমান বলেন, শাহবাগে প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে রবিবার আমরা কর্মবিরতি পালন করেছি। চট্টগ্রাম জেলায় স্বতঃস্ফূর্তভাবে সব স্কুলে আজকের কর্মসূচি পালিত হয়েছে। তিনি আরো বলেন, পুলিশি হামলার প্রতিবাদে আজ সোমবার বেলা সাড়ে ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আমাদের মানববন্ধন কর্মসূচি রয়েছে।