বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রযুক্তিনির্ভর কৃষিই হবে ভবিষ্যতের টেকসই কৃষি পটুয়াখালী ভার্সিটির,ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাংবাদিকদের সাথে ভারপ্রাপ্ত ইউএনও’র মতবিনিময়  বিপ্লব ও সংহতি দিবস পালনে পটুয়াখালী ভার্সিটিতে, প্রস্তুতিমূলক সভা নবীন প্রবীণের সমন্বয় ঘটিয়ে চট্টগ্রামের আসনগুলোতে প্রার্থী ঘোষণা করলো বিএনপি কুমিল্লা-৬ আসনে মনোনয়ন থেকে বঞ্চিত: হাজী ইয়াছিনের সমর্থকদের বিক্ষোভ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ পটুয়াখালী -১ মনোনয়ন চুড়ান্ত খবর পেয়ে দুমকি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আনন্দ মিছিল হোমনা প্রাথমিক শিক্ষক সমিতিতে ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে ইউএনও নেত্রকোনায় সদ্য ঘোষিত ধানের শীষ এর ৫ কান্ডারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কুমিল্লার ৯টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত,বাকি ২টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। চৌদ্দগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডে জামায়াতের অফিস উদ্বোধন

প্রযুক্তিনির্ভর কৃষিই হবে ভবিষ্যতের টেকসই কৃষি পটুয়াখালী ভার্সিটির,ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম

জাকির হোসেন হাওলাদার (পটুয়াখালী)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

 

 

জাকির হোসেন হাওলাদার।
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি ও খাদ্য সরবরাহ ব্যবস্থায় উদ্ভাবন ও দক্ষতা বৃদ্ধিতে মেশিন লার্নিংয়ের ভূমিকা নিয়ে “Machine Learning for Innovation and Optimization in Agri-Food Supply Chain” শীর্ষক একটি ওপেন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার (RTC) কতৃক আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, “কৃষি ও খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আধুনিকায়নের জন্য মেশিন লার্নিং ও তথ্যপ্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। শিক্ষার্থীদের এই প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুললে ভবিষ্যতের কৃষি হবে আরও টেকসই, উদ্ভাবননির্ভর ও প্রতিযোগিতামূলক।”
তিনি আরও বলেন, “তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, উৎপাদন পরিকল্পনা, সরবরাহ ব্যবস্থাপনা এবং বাজার বিশ্লেষণে মেশিন লার্নিংয়ের প্রয়োগ ভবিষ্যতের কৃষি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। কৃষি পণ্যের উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বিপণনের প্রতিটি ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা বিশ্লেষণের সমন্বয় ঘটাতে পারলে দেশের কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। সময় এসেছে কৃষি খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন বাস্তবায়নের।”কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. তাকিবুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আরটিসি’র ডেপুটি রেজিস্ট্রার মো. বেলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. সুজাহাঙ্গির কবির সরকার, রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. মামুন উর রশিদ, ভাষা ও যোগাযোগ বিভাগের চেয়ারম্যান প্রফেসর বদিউজ্জামান সহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকবৃন্দ।
ওপেন কোর্সটিতে মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। পাশাপাশি ভাষা ও যোগাযোগ বিভাগ আয়োজিত “Intensive English Program (IEP)” শীর্ষক আরেকটি ওপেন কোর্সে সহকারী অধ্যাপক সুলতানা জাহান এর তত্ত্বাবধানে আরও ৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। দুটি কোর্সে মোট ২৯ জন শিক্ষক ও শিক্ষার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেন অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ফুড নিউট্রিশন অনুষদের এমএস শিক্ষার্থী মো. নাইম রহমান, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের শিক্ষার্থী মো. মুশফিকুর রহমান এবং নারী শিক্ষার্থীদের মধ্যে মিতু দত্ত। প্রশিক্ষণ কার্যক্রমে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. গোলাম রাব্বানী আকন্দ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩ পূর্বাহ্ণ
  • ১১:৪৫ পূর্বাহ্ণ
  • ১৫:৪১ অপরাহ্ণ
  • ১৭:২১ অপরাহ্ণ
  • ১৮:৩৬ অপরাহ্ণ
  • ৬:০৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102