মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীন প্রবীণের সমন্বয় ঘটিয়ে চট্টগ্রামের আসনগুলোতে প্রার্থী ঘোষণা করলো বিএনপি কুমিল্লা-৬ আসনে মনোনয়ন থেকে বঞ্চিত: হাজী ইয়াছিনের সমর্থকদের বিক্ষোভ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ পটুয়াখালী -১ মনোনয়ন চুড়ান্ত খবর পেয়ে দুমকি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আনন্দ মিছিল হোমনা প্রাথমিক শিক্ষক সমিতিতে ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে ইউএনও নেত্রকোনায় সদ্য ঘোষিত ধানের শীষ এর ৫ কান্ডারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কুমিল্লার ৯টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত,বাকি ২টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। চৌদ্দগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডে জামায়াতের অফিস উদ্বোধন দুমকি উপজেলায় জমি ও রাস্তার পুরোনো বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের কলাবাগান কেটে পেলেছে দুর্বৃত্তরা জাতীয় পার্টির কাধে ভর দিয়ে আওয়ামীলীগ নির্বাচনে আসতে চায় -আলতাফ হোসেন চৌধুরী অর্থনৈতিক উন্নয়নে সমবায় আন্দোলনের বিকল্প নেই- ফারুক-ই-আজম

কুমিল্লা-৬ আসনে মনোনয়ন থেকে বঞ্চিত: হাজী ইয়াছিনের সমর্থকদের বিক্ষোভ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

 

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকেরা।

সোমবার (৩ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা থেকে হাজারো নেতাকর্মী কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।

রাত সাড়ে ১০টার দিকে কান্দিরপাড় এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে আলেখারচর এলাকায় গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নেতাকর্মীদের অভিযোগ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সাবেক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনকে বাদ দিয়ে দলীয় কার্যক্রমে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে—যা তারা ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ বলে দাবি করেন।

বিক্ষোভকারীরা জানান, দুঃসময়ে হাজী ইয়াছিন নিয়মিতভাবে দলের কর্মীদের পাশে থেকেছেন। শত শত মামলায় আইনি সহায়তা, অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা খরচ বহন, পারিবারিক সহায়তা—সবই তিনি ব্যক্তিগত উদ্যোগে করে আসছেন।

একাধিক স্থানীয় নেতা বলেন, “হাজী ইয়াছিন দুঃসময়ের কান্ডারি। তাকে বঞ্চিত করা কুমিল্লার রাজনীতির প্রতি অন্যায়।”

তাদের অভিযোগ, যেসব নেতা অতীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহারের ঘনিষ্ঠ ছিলেন, তাদের ইন্ধনে একটি মহল হাজী ইয়াছিনকে মনোনয়ন থেকে বাদ দিতে ভূমিকা রেখেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকরা লিখছেন—“আমার নেতা, আমার অহংকার—হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি শুধু নেতা নন, কুমিল্লার জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাস।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং প্রয়োজনে কর্মসূচি আরও কঠোর করার হুঁশিয়ারি দেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১১:৪৫ পূর্বাহ্ণ
  • ১৫:৪৩ অপরাহ্ণ
  • ১৭:২৩ অপরাহ্ণ
  • ১৮:৩৮ অপরাহ্ণ
  • ৬:০৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102