
জাকির হোসেন হাওলাদার।
দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি :
সাবেক ছাএনেতা ও জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেছেন, যারা ‘৭১সালে বাংলাদেশ নামক রাষ্ট্রপ্রতিষ্ঠার বিপক্ষে ছিল তারা আবার বাংলাদেশে নির্বাচিত হওয়ার দু:স্বপ্ন দেখছে। ‘৭১এর গণহত্যা ও গণধর্ষনের পাকিস্তানী সহযোগীদের আর ভোট চাইতে দেয়া যাবে না। এই দানবদের থেকে সাবধান! দেশ রক্ষায় ধানের শীষে ভোট দিতে হবে।তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফাই হলো জাতির মুক্তির সনদ। আনিসুর রহমান আনিস ৩১ অক্টোবর রাতে বাউফলের বটকাজল মাঝি বাড়ি এলাকায় “রাষ্ট্র মেরামতের ৩১ দফা শীর্ষক” এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সুনীল সাধুর সভাপতিত্বে ও পটুয়াখালী জেলা ছাএদলের যুগ্ম আহবায়ক মো: জামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া গবেষণা পরিষদের পটুয়াখালী জেলা শাখার আহবায়ক অধ্যাপক মাহবুবুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:)আলতাফ হোসেন চৌধুরীর পার্সোনাল প্রেস সেক্রেটারি ও জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় নেতা মো: মাহফুজুর রহমান সবুজ, ঢাকা মহানগর নেতা ইন্জিনিয়ার মাহবুব হোসেন, পটুয়াখালী জেলা যুগ্ম আহবায়ক মো:জহিরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওমালা বিএনপি নেতা খলিলুর রহমান, ওলামা দলের নওমালা ইউনিয়ন যুগ্ম আহবায়ক ইউনুস খান, মাস্টার অমূল্য সিকদার,জিয়া গবেষণা পরিষদ নেতা মো: জাফর খান,যুবদল নেতা জহিরুল ইসলাম, সিয়ামূল ইসলাম সুজন মৃধা, ছাএদল নেতা ইমন হাং, সিফাত খান, জেলা ছাএদল নেতা রোমান সিকদার প্রমুখ। এর আগে বিকেল সাড়ে ৪ টায় আদাবাড়িয়া ইউনিয়নের হাতেম মৃধা বাড়ী দরজায় এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনিসুর রহমান আনিস। পরে তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ করেন।