
পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় উদযাপিত হয়ে গেল “৫৪ তম জাতীয় সমবায় দিবস – ২০২৫”।
জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণার সম্মেলন কক্ষে আজ ০১ নভেম্বর ২০২৫, রোজ শনিবার এই উদযাপন উপলক্ষ্যে র্যালী, পতাকা উত্তোলন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান মহোদয়।
উন্নয়নের স্বার্থে ঋণ দানকে আরও সহজ, অনাদায়ী ঋন আদায়ে করণীয়, সমবায় সমিতিগুলোর বেদখল হয়ে যাওয়া অবকাঠামোর উদ্ধার বিষয়ে আলোচনা করে জেলা প্রশাসক মহোদয়।
জেলা সমবায় কর্মকর্তার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়, সহকারী কমিশনার (ভূমি) সদর মহোদয়সহ অন্যান্য কর্মকর্তা এবং জেলার সমবায় সমিতিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন