
জাকির হোসেন হাওলাদার।
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, সরকারি জনতা কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ১৮ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদন দিয়ে এ কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে আরিফুর রহমানকে সভাপতি ও আল-আমীনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ছয়জন সহসভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদকসহ মোট ১৮ জনকে প্রাথমিকভাবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বাইজিদ শুভ, দপ্তর সম্পাদক মো. আবু রাফি, প্রচার সম্পাদক জুবায়ের হোসেন আবদুল্লাহ এবং ছাত্রীবিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোসা. সাবেকুন্নাহার। পাশাপাশি তিনজন সদস্যকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণার পর কলেজ ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের তৃণমূল পর্যায়েও নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে।