
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ এর সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগর কমিটি। জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম বিভাগীয় প্রধান সমন্বয়কারী কাজী মনসুর এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ব্যবসায়ী হাজী মোহাম্মদ জানে আলম, জাতীয়তাবাদী গণ জাগরণ দলের নেতা দিদারুল আলম সহ মহানগর কমিটির নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময় কালে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে এদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম করতে হবে। সকল প্রকারের ষড়যন্ত্র মোকাবেলায় শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য তিনি আহ্বান জানান।