
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের বরিশাল দক্ষিণ জেলার আওতাধীন বাকেরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোহাম্মদ নাহিদ হাসান শাওনকে সভাপতি এবং রায়হান হাওলাদার প্রিন্সকে সদস্য সচিব করে একুশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ৪ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী গণ জাগরণ দল বরিশাল দক্ষিণ জেলা শাখার সভাপতি মোঃ আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম হাসান এর যৌথ স্বাক্ষর সম্বলিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী ৩০ কার্য দিবসের মধ্যে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
আহ্বায়ক কমিটির সভাপতি নাহিদ হাসান শাওন ও সদস্য সচিব রায়হান হাওলাদার প্রিন্স দায়িত্ব পাওয়ার পর তাদের প্রতিক্রিয়ায় বলেন জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেদের গর্বিত মনে করছি পাশাপাশি জাতীয়তাবাদী গণ জাগরণ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আগামীতে সংগঠনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে তারা সর্বদা কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেন।