
মুর্শীদ আলম, উপজেলা প্রতিনিধঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঢাকঢোল পিটিয়ে উৎসবের আমেজ নিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। ইউনিয়নের ১০ টি মন্দিরে পূজা উদযাপন।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি রিন্টু রঞ্জন পাল জানান , ইতোমধ্যে বিভিন্ন মন্দিরে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। রং-তুলির আঁচড়ে দৃষ্টিনন্দন করা হয়েছে সব প্রতিমার অবয়ব।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কলাগাঁও, চাড়াগাঁও পূজা উদযাপন কমিটির কোষাধ্যক্ষ
বিপ্লব চন্দ্র পাল বলেন, এ বছরের পঞ্জিকা মতে আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ৯টায় মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে দুর্গোৎসব। বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে এ হচ্ছে দুর্গা দেবীর আগমনী বার্তা। এবার দেবী দুর্গা গর্জে আগমন করবেন এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে পালকীতে করে গমন করবেন।
হিন্দু সনাতন ধর্মাবলম্বী পূজারী ও ভক্তরা হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তৈরি করছেন দেবী দুর্গাকে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ইন্দ্রপুর পূজা আয়োজক কমিটির সভাপতি উকিল তালুকদার বলেন। আমাদের উদ্দেশ্য, আসন্ন দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করা। ইতোমধ্যে প্রত্যেকটি পূজা মন্দিরে স্থানীয় ভাবে পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। আশা করছি যে, প্রতি বছরের ন্যায় এবার শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
শ্রীপুর উত্তর ইউনিয়নে ১০ টি পূজা মন্দিরে পূজার আয়োজন শুরু হয়েছে।
কোন রকমের হুমকি না থাকলেও সার্বক্ষণিক আনসার ও পুলিশের পর্যবেক্ষণ টহল টিম অব্যাহত থাকবে।