
সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
গত ২৪ আগস্ট সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ডের আমশড়া জোরপুকুর বাজারে ডিলার নূরুল ইসলাম খোকনের নেতৃত্বে সাবেক ১নং ওয়ার্ডের ইউপি সদস্যদের উপস্থিতে ৪৯০ জন হতদরিদ্রে ও নিম্নআয়ের পরিবারের মাঝে প্রতি জনকে আগষ্ট মাসে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল সন্দুর সুষ্ঠুভাবে বিতারণ করা হয়েছে।
ডিলার নূরুল ইসলাম খোকান এই প্রতিনিধিকে বলেন, আমি যখন থেকে দায়িত্ব পেয়েছি তখন থেকে সরকারি পক্ষ থেকে খাদ্যবান্ধব কর্মসূচি হতে যাই আসুক না কেন তাই আমি দলমত নির্বিশেষে সাবেক ১নং ওয়ার্ডের কার্ডদারি ৪৯০ জন হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষদের মাঝে সুষ্ঠুভাবে বণ্টন করে থাকি এবং করবো ইনশাল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,
টেক অফিসার হাসিবুল ইসলাম।
সরকারি পরিকল্পনা ১৫ টাকা দরে চাল ৩০ কেজি বিতারণ কর্মসূচিকে ধন্যবাদ যানিয়েছে সুফলভূগি গরীব ও হতদরিদ্র নিম্নআয়ের মানুুষেরা। তারা আরো বলেন, এই সময় দুর্যোগ ও বন্যার প্রভাব চলছে এই চাল আমাদের এখন অনেক কাজে লাগবে।