
মুর্শিদ আলম, তাহিরপুর প্রতিনিধি:
ভাইরাল হওয়া অনলাইন ভিডিওটি অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়। ভিডিওতে থাকা ছেলেটি সুনামগঞ্জ জেলার, তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের, কলাগাঁও পশ্চিমপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে মোবারক। বিষয়টি নিশ্চিত করেছেন লাল মিয়া র বড়ো ছেলে ফারুক। ফারুক আরো বলেন আমার ভাই মোবারক ২০২৩ সালের শেষের দিকে একটি কিডন্যাপ মামলায় এরেস্ট হয় । গত সতেরো (১৭) মাস জেলে থাকার পরে। ১০ দিন আগে জামিনে মুক্তি পায় মোবারক। গত তিন দিন ধরে সে বাড়িতে নাই, কোথায় আছে আব্বাও জানে না। আজ সকালে আমাদের গ্রামর দেখাইলে আমি দেখে আমার বাবাকে নিয়ে দেখাই। ভিডিও টি ইন্ডিয়া মেঘালয় রাজ্যের Resoht Dajel (রেসত দাজেল) নামে একটি আইডি থেকে ভিডিও আপলোড করা হয়। ভিডিও তে থাকা আটক হওয়া মোবারক কে বলতে শোনা যায় তার সাথে থাকা বাকি তিন জনের বাড়ি, বাংলাদেশের হালুয়া ঘাট।